এসএসসিতে চট্টগ্রামে কমেছে ১১হাজার পরীক্ষার্থী

সারাদেশে একযোগে আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর,২০২২) শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সারাদেশের ন্যায় চট্টগ্রাম বোর্ডের অধীনে পরীক্ষা আয়োজনে সবপ্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ড ও প্রশাসন। চট্টগ্রামে বৈরী আবহাওয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষাকে নির্বিঘœ করতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। তবে গত বছরের তুলনায় এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী কমেছে প্রায় ১১ হাজার।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে এবার চট্টগ্রাম বোর্ডের অধীনে ১ লাখ ৪৯ হাজার ৭১২ জন পরীক্ষার্থী অংশ নিবে, যা গত বছরের তুলনায় প্রায় ১১হাজার কম। এবার ২১৩টি কেন্দ্রে ১০৯২টি বিদ্যালয়ের এই শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষা উপলক্ষে ৬০টি সাধারণ ভিজিল্যান্স টিম ও ৮টি বিশেষ টিম গঠন করা হয়েছে।

বুধবার ( ১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এবারের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ড। শিক্ষার্থীদের সুবিধার্থে শনিবার বন্ধের দিনেও খোলা রাখা হয়েছে বোর্ড। এছাড়াও ৮টি স্পেশাল ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।

শিক্ষাবোর্ড সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রে পাঠাতে এ বছর দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। অ্যালুমিনিয়াম ফয়েলের প্যাকেটে ভরে প্রশ্নপত্র কেন্দ্রে পাঠানো হবে।

জানা গেছে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে প্রায় ১ লাখ ৫০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। গেল বছর ১ লাখ ৬১ হাজার ১২২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। সে হিসেবে এবার পরীক্ষার্থী কমেছে ১১ হাজার ১২২ জন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্র জানায়, এ বছর ১ হাজার ৯২টি শিক্ষা পতিষ্ঠানের শিক্ষার্থীরা ২১৩টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেবে। এরমধ্যে চট্টগ্রাম নগর ও জেলার ১ লাখ ৫ হাজার ৯২০ জন শিক্ষার্থী ১২৫টি কেন্দ্রে, কক্সবাজারের ২৩ হাজার ৪৩১ জন শিক্ষার্থী ২৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। এছাড়াও তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটির ৭ হাজার ৬৫৮ জন শিক্ষার্থী ২১টি কেন্দ্রে, খাগড়াছড়ির ৮ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ২৩টি কেন্দ্রে এবং বান্দরবানের ৪ হাজার ৪৩ জন শিক্ষার্থী ১৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।

আরও পড়ুন