চট্টগ্রাম নগরীতে চসিকের উচ্ছেদ অভিযান, ছয় দোকানীকে জরিমানা

চট্টগ্রাম নগরীতে সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যক্তিকে ২৫হাজার টাকা জরিমানা ধার্র্য্য করেছেন। বুধবার (৭ সেপ্টেম্বর) নগরীর কদমতলী এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনাকালে এ জরিমানা করেন চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী জানান, চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে কদমতলী এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে ৬ ব্যক্তির বিরুদ্ধে ২৫ হাজার টাকা জরিমানা ধার্য্য করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, জনগণের অসুবিধা করে সরকারী সম্পত্তি নিজের দখলে রেখে কেউ কোনো সুবিধা নিতে পারবে না। এ অভিযান অব্যাহত থাকবে। যারাই এ ধরণের কাজ করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন