শহীদ বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রাম প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত

স্বাধীনতা যুদ্ধের বিজয়ের ঠিক আগ মুহুর্তে হত্যাকান্ডের শিকার শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য শাহনেওয়াজ রিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রবীণ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন কাদেরী শওকত, ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ও দৈনিক কালের কন্ঠে ব্যুরো প্রধান মুস্তফা নঈম, প্রেস ক্লাব সদস্য মোঃ শহিদুল ইসলাম, সাইফুল্লাহ চৌধুরী।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসস চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান প্রমূখ।

এসময় বক্তারা বলেন, বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশকে মেধাশূণ্য করতেই বিজয়ের আগ মুহুর্তে পরিকল্পিতভাবে জাতির সূর্য সন্তানদের হত্যা করা হয়েছিল। স্বাধীনতার প্রেরণায় দেশ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে এবং স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

আরও পড়ুন