লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের নিয়মিত সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন মামুনুর রশিদ মামুন, ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন আবুল খায়ের, ট্রেজারার লায়ন হাছান তারেক চৌধুরী, লায়ন মোহাম্মদ নাছির, লায়ন তৌহিদুল ইসলাম, লায়ন মোহাম্মদ শফি, লিও জেলার সহ-সভাপতি লিও ইরফান উদ্দিন চৌধুরী রনি, বন্ধন লিও ক্লাবের প্রাক্তন সভাপতি লিও বিদ্যুৎ সেন, লিও মনির হোসেন বাপ্পি, লিও আব্দুল্লাহ আল মারুফ, ক্লাব সভাপতি লিও নুর মোহাম্মদ, সেক্রেটারী লিও এনামুল হক জুয়েল, ট্রেজারার নাইম উদ্দিন সাফায়েত, লিও সজিব, লিও নজরুল।

সভায় আসন্ন লিও ইয়ূথ ক্যাম্প সফল করতে একটি উপ-কমিটি গঠন করা হয়। তাছাড়া ক্যাম্পে সফল অংশগ্রহণ নিশ্চিত করতে নানা আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। অংশগ্রহণে ইচ্ছুক সদস্যদের যথাসময়ে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে লিও সদস্যদের নির্দেশনা দেওয়া হয়। সেই সাথে শীতবস্ত্র বিতরণসহ নানা সেবা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ক্লাবের গতিশীলতা বাড়াতে সবাইকে সক্রিয় হওয়ার আহবান জানিয়ে সবার সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন