ত্রান নিয়ে চট্টগ্রাম থেকে ফেনীর উদ্দেশ্যে ছেড়ে গেল একটি ট্রেন

বন্যা পরিস্থিতির কারনে ফেনী ও কুমিল্লার বিভিন্ন স্থানে রেললাইন পানিতে ডুবে যাওয়ায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রেললাইনের বর্তমান অবস্থা পর্যবেক্ষণে ইঞ্জিন ও তিনটি বগি নিয়ে পাহাড়তলী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় একটি ট্রেন। ছেড়ে যাওয়া ট্রেনের একটি বগিতে বন্যার্তদের জন্য নেওয়া হয় কিছু ত্রাণ সামগ্রী।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম গনমাধ্যমকর্মীকে জানান, একটি ইঞ্জিন ও তিনটি বগি নিয়ে লাইন চেক করার জন্য একটি ট্রেন ছেড়ে গেছে। কিছু মানুষ রেলওয়ে স্টেশনে ত্রাণ সহায়তার সামগ্রী নিয়ে ভিড় করেছিলো। তাই একটি বগিতে বন্যাদুর্গত মানুষের জন্য এসব ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সাজিদ হাসান (নির্ঝর) জানান, আগ্রহীরা শুকনো খাবার, পাউরুটি, পানি, বিস্কুট, মোমবাতি, চিড়া, মুড়ি, জুস, গুড়ো দুধ, স্যালাইন ইত্যাদি ত্রান সামগ্রী নিয়ে স্টেশনে আসেন। রেললাইন চেক করার জন্য যে ট্রেনটি গেছে সেটির একটি বগিতে খাবার সামগ্রী লোড করা হয়েছে। নির্দিষ্ট স্থানে খাবারগুলো নামিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন