অবরোধে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র নেতৃত্বে মিছিল

সরকার পতনের একদফা দাবি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির ডাকা ৯ম দফা ৪৮ ঘন্টা অবরোধের ২য় দিন সোমবার (৪ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগরীতে মিছিল পিকেটিং ও পথসভা করেছে মহানগর যুবদল।

দেশব্যাপী চলমান সর্বাত্মক অবরোধের সমর্থনে চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন সম্পাদক মোশাররফ হোসেনের নেতৃত্বে মিছিলে অংশ নেন চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ন-সম্পাদক দীপংকর ভট্টাচার্য, সেলিম উদ্দিন রাসেলসহ মহানগর, থানা নেতৃবৃন্দ।

মিছিল শেষে সংক্ষিপ্ত এক পথসভায় নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষ সরকারের কাছে অনেক ধোকা খেয়েছে আর ধোকা খেতে চায় না। তাই জনগণ আন্দোলনে শামিল হয়েছে। আমাদের লড়াই ভোটের অধিকারের, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার। আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে, এর কোনো বিকল্প নেই। ফ্যাসিস্ট সরকারের বোধোদয় হলে অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। অন্যথায় গণআন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। নেতৃবৃন্দ মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

আরও পড়ুন