আবুল হাশেম বক্করের বাসায় পুলিশী তল্লাশির নিন্দা ও প্রতিবাদ

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করের বাসায় বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়েছে। তাকে গ্রেফতারের উদ্দেশ্যে রাত সাড়ে ১১ টার সময় এনায়েত বাজার বাটালী রোড়ের বাসায় এই অভিযান চালানো হয়। এই সময় ১০০/১৫০ পুলিশ তার বাসার চারিদিকে ঘেরাও করে হেন্ড মাইকে চিৎকার করে তাকে আত্মসমর্পণের জন্য বলে। কিন্তু তখন তিনি বাসায় ছিলেন না। বেশ কিছুদিন ধরে পুলিশের গ্রেফতার আতঙ্কে পরিবারের অন্য পুরুষ সদস্যরাও বাসায় থাকতে পারেন না। পুলিশ বাসায় তল্লাশি চালানোর সময় পরিবারের মহিলা সদস্যদের সাথে অশালীন ব্যবহার করে। এক পর্যায়ে পুলিশ সদস্যরা আবুল হাশেম বক্করকে মিছিলে না যাওয়ার হুমকি দেন। মিছিলে দেখলেই কলার ধরে থানায় নিয়ে যাওয়া হবে বলে জানান। অভিযান চালাতে আসা পুলিশ সদস্যরা তাদের হ্যান্ড মাইকে এসব ঘোষণা দেন।

এদিকে আবুল হাশেম বক্করের বাসায় পুলিশী তল্লাশী ও মহিলাদের সাথে অশালীন ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের একজন পরীক্ষিত সৈনিক আবুল হাশেম বক্কর। তার মতো সিনিয়র একজন নেতার বাসায় এ ধরণের পুলিশী আচরণ অত্যন্ত দুঃখজনক। পুলিশ জনগণের সেবক না হয়ে রাজনৈতিক দলের আজ্ঞাবহ কর্মীতে পরিণত হয়েছে বলেই আজ দেশে আইনের শাসন লুন্ঠিত বলে বিবৃতিতে দাবি করা হয়।

আরও পড়ুন