চট্টগ্রাম চিড়িয়াখানায় আরেকটি জলহস্তী আনা হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে ঢাকা জাতীয় চিড়িয়াখানা থেকে এই স্ত্রী জলহস্তী আনা হয়। এর আগে ২১ সেপ্টেম্বর প্রথম ধাপে পুরুষ জলহস্তী আনা হয়েছিলো চট্টগ্রাম চিড়িয়াখানায়।
চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন শুভ জানান, চট্টগ্রামের জেলা প্রশাসক ও চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সভাপতির উদ্যোগে প্রাণী বিনিময়ের আওতায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে এক জোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় পাঠানো হয়। বিনিময়ে এক জোড়া জলহস্তীর প্রথমটি গত ২১ সেপ্টেম্বর সকাল ৮ টায় পুরুষ জলহস্তী লাল পাহাড় (বয়স ১২ বছর) চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়।
মঙ্গলবার দ্বিতীয় জলহস্তী ৯ বছরের ৯০০ কেজি ওজনের স্ত্রী জলপরি সকাল ৫টায় চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছেছে।