প্রাইভেটকারের সাইলেন্সারে মিললো কোটি টাকার ইয়াবা

চট্টগ্রাম নগরীর বায়েজি এলাকায় একটি প্রাইভেটকারের সাইলেন্সার পাইপের ভিতর থেকে প্রায় কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব।

শুক্রবার (৬ অক্টোবর) চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে ১৭২টি বায়ুরোধক পলিজিপার প্যাকেট থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসময় প্রাইভেটকারের চালক গাজীপুর জেলার গাজীপুর সদর থানার ভারারুল বটতলা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয় এবং গাড়ীটি জব্দ করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মোঃ নুরুল আবছার জানান, গ্রেপ্তার হওয়া আনোয়ার ড্রাইভিং পেশার আড়ালে ইয়াবা পাচারে জড়িত। দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে এগুলো দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছিল। শুক্রবার ইয়াবার একটি চালান নিয়ে কক্সবাজার থেকে গাজীপুর যাচ্ছিল আনোয়ার। গোপনে তথ্যের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশির প্রাক্কালে প্রাইভেটকারের ‘সাইলেন্সার’ পাইপে অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারের সময় তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন