ইনভেস্টর ফোরামের সভায় যোগ দিতে শেখ সামিদুল’র জাপান যাত্রা

জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউএনআইডিও) এর উদ্যোগে জাপানের ফুকুওকা-ওসাকা-কোটিওতে অনুষ্ঠিত হতে যাওয়া ইনভেস্টর (বিটুবি) ফোরামে অংশগ্রহণের জন্য জাপান গেলেন লায়ন শেখ সামিদুল হক। জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের এবং বাংলাদেশ ইনভেষ্টমেন্ট ডেভেলাপমেন্ট অথরিটি (বিডা) এর সহায়তায় ২২ থেকে ২৬ মে পর্যন্ত এ বিজনেস সম্মেলন অনুষ্ঠিত হবে।
শেখ সামিদুল সীওয়েভ মেরিন নামক শিপ কোম্পানীর কর্ণধার। তিনি জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের একজন সদস্য। শিপিং ব্যবসা ছাড়াও আইটিসহ নানা ব্যবসার সাথে জড়িত সামিদুল হক লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের একজন সদস্য।
শনিবার (২০ মে) জাপান যাত্রার প্রাক্কালে তিনি বলেন, ব্যবসা বাণিজ্যের প্রসার ও আধুনিক কলাকৌশল রপ্ত এবং বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সাথে আন্ত যোগাযোগ বৃদ্ধিই মূলত এ ফোরামের আয়োজন। দেশের বাইরেও বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে যাতে ব্যবসা প্রসারিত করতে পারি এটাই আমার লক্ষ্য।