টিপু হত্যায় অস্ত্র সরবরাহকারীসহ গ্রেফতার ২

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী প্রীতি হত্যার মাস্টারমাইন্ড সোহেল শাহরিয়ার ওরফে শটগান সোহেলকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে হত্যায় ব্যবহৃত অস্ত্র সরবরাহকারী মারুফ রেজা সাগরকেও গ্রেফতার করা হয়েছে।

রোববার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এর আগে, শনিবার (৩০ জুলাই) বিকেলে চারজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই দুইজনকে গ্রেফতার করা হয়।

সোহেল ও সাগর গ্রেফতার এড়াতে দেশ ছাড়তে চেয়েছিলেন বলে জানিয়েছে ডিবির মতিঝিল বিভাগের উপ-কমিশনার রিফাত রহমান শামীম।

তিনি জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী থেকে তাদের গ্রেফতার করা হয়।

গত ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওইদিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।

আরও পড়ুন