দুই নোটিশে বন্ধ এস আলমের ছয় কারখানা, শ্রমিকদের তীব্র অসন্তোষ

চট্টগ্রামে আকস্মিক দুই নোটিশে বন্ধ ঘোষণা করা হল দেশের আলোচিত শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলমের ছয়টি কারখানা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বন্ধের খবরে বিভিন্ন কারখানায় তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করেছেন শ্রমিক ও কর্মচারীরা।

আকস্মিক বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো হল কর্ণফুলীর এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাঁশখালীর এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টীল নফ, এস আলম পাওয়ার জেনারেশান লিমিটেড ও ইনফিনিটি সি আর স্ট্রীপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

কারখানা সংশ্লিষ্ট শ্রমিকেরা বলেন, মঙ্গলবার দুপুরে কারখানায় নোটিশ টাঙানো হয়। এটি দেখে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান শ্রমিকেরা। বিশেষ করে এস আলম কোল্ড রোল্ড লিমিটেডে, এস এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বিক্ষোভ হওয়ায় কথা জানা গেছে। তবে পরিস্থিতির উন্নয়ন হলে আবারও কারখানা চালু হওয়ার কথা বলে তাঁদের সান্ত্বনা দেওয়া হয়।

এদিকে, বিকেল তিনটার দিকে এস এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকেরা কারখানা ছেড়ে গেলেও সাড়ে চারটার সময় ও কারখানা ছেড়ে যাননি এস আলম কোল্ড রোল্ড লিমিটেডের শ্রমিকেরা।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার সময় এস আলম কোল্ড রোল্ড লিমিটেডে গিয়ে দেখা যায়, শতাধিক শ্রমিক কারখানার ভেতরে বিক্ষোভ করছিলেন। তারা আকস্মিক নোটিশে কারখানা বন্ধ ঘোষণা করায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়ার কথা বলেন।

এস আলম কোল্ড রোল্ড লিমিটেডের নিরাপত্তা পরিদর্শক পরিচয়ে মোহাম্মদ ইউনুস নামে একজন বলেন, ভেতর কথা বলার মতো কোন কর্মকর্তা নাই, তাই ভেতরে যাওয়া যাবে না। তবে এস আলম কোল্ড রোল্ড লিমিটেডের উৎপাদন ব্যবস্থাপক নাজিম উদ্দীন বলেন, আমাদের কারখানায় সব কিছু স্বাভাবিক চললেও আকস্মিক ছুটির নোটিশ দেওয়া হল। কোন কারণে সাধারণ ছুটি দিয়ে দিলো জানি না। আমরা এ পরিস্থিতিতে আকাশ থেকে পড়লাম।

এস আলম রিফাইন্ড সুগার ইন্ড্রাস্টিজ লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, কাঁচামাল সংকটসহ নানা কারণে প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। কারখানা বন্ধের ঘোষণার নোটিশ পেয়েছি দুপুরে। আগামীকাল থেকে প্রতিষ্ঠানে উৎপাদন বন্ধ থাকবে।

এবিষয়ে জানতে এস আলমের ব্যবস্থাপক ( মানবসম্পদ ও প্রশাসন) হোসাইন রানার সাথে যোগাযোগ করলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন