পল্টন সংঘাত
সারাদেশে বিএনপি’র বিক্ষোভ, বিকালে সংবাদ সম্মেলন
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে হামলা, হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। অপরদিকে বিকাল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। সেখানেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ বক্তব্য রাখবেন। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (৭ ডিসেম্বর) রাতে দলটির স্থায়ী কমিটির সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়। দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের গুলিতে নিহত ও বিএনপি’র চেয়াপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আটক নেতাকর্মীদের মুক্তি এবং পুলিশি হামলায় আহতের প্রতিবাদে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।