রাজধানীর হাজারীবাগের ঝাউচরে তালাকপ্রাপ্ত স্বামীর ছুরিকাঘাতে জুলেখা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। তালাকপ্রাপ্ত স্বামীর নাম নজরুল ইসলাম। সোমবার রাত পৌনে ৯টায় স্বজনরা রক্তাক্ত অবস্থায় জুলেখাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা জুলেখার ভগ্নিপতি শহিদুল মোল্লা জানান, জুলেখার বাড়ি বাগেরহাট জেলার মোল্লার হাট উপজেলায়। বর্তমানে হাজারীবাগ ঝাউচড় এলাকার জনৈক হালিমের বাড়িতে ভাড়া থাকতো। সে মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করত। তার ঘরে দুই সন্তান আছে। তিন মাস আগে তার আগের স্বামী নজরুল ইসলামকে সে তালাক দিয়ে দেয়। এরপর ১৫ দিন আগে কবির নামে আরেক জন কে বিয়ে করে। নতুন বিয়ের পর থেকে আগের স্বামী নজরুল জুলেখাকে হত্যার হুমকি দিয়ে আসছিল।স্বজনদের ধারণা নজরুলসহ তার লোকজন হাজারীবাগ ঝাউচার এলাকার প্রধান সড়কে জুলেখাকে একা পেয়ে ছুরিকাঘাত করে।
খবর পেয়েই তারা জুলেখাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। পরপরই এলাকাবাসী নজরুলকে আটক করে গণধোলাই দেয়।
ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাজারীবাগ এলাকা থেকে ওই নারীকে মুমূর্ষ অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।তার বাম পাজরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।