রাজধানীর ঢাকা কলেজের শিক্ষার্থীরা নানা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শণ করেছে।
রোববার সন্ধ্যার পর হতে ঢাকা কলেজকে স্বতন্ত্র একটি কলেজ হিসেবে প্রতিষ্ঠিার দাবিতে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাথে সাক্ষাৎ করতে যান কিন্তু উপাচার্য তাদের সাথে খারাপ ব্যবহার করার প্রতিবাদে সাইন্সল্যাব মোড়ে মিছিল করে এবং এক পর্যায়ে অবস্থান করে যান চলাচল বন্ধ করে দেয়।
ছাত্রদের অবস্থান করার কারণে মিরপুর,সাইন্সল্যাব,এলিফ্যান্ট রোড ও আজিমপুর মহাসড়কের উভয় পাশে যান চলাচলা বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক পুলিশ মোতায়ন করা হয়েছে।