কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং আওয়ামী লীগের আংশিক কমিটি অনুমোদন

বাংলাদেশ আওয়ামী লীগ কুতুবদিয়া উপজেলার আওতাধীন দক্ষিণ ধূরুং ইউনিয়ন শাখার ৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

১১ নভেম্বর(শুক্রবার) রাতে কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আওরঙ্গজেব মাতবর ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছফা (বি.কম) যৌথ স্বাক্ষরে দলীয় পত্রে মোঃ শাহেদ নুরকে সভাপতি,আরিফুর রহমানকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ হোছাইনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও ডা. মুজিবুল হককে সাংগঠনিক সম্পাদক করে ৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়।

কমিটি অনুমোদন শেষে কুতুবদিয়া উপজেলা আ.লীগের সভাপতি মোঃ আওরঙ্গজেব মাতবর বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দক্ষিণ ধূরুং ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করবেন। সরকারবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।

আরও পড়ুন