লামা রাবার বাগানের ১০ হাজার চারা কেটে দিয়েছে সন্ত্রাসীরা

বান্দরবানের লামায় লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাগানে ধ্বংস যজ্ঞ থামছে না। ২০২১ সালে সৃজিত এ বাগানের আরও ১০ হাজার রাবার চারা কেটে দিয়েছে সন্ত্রসীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, একটি চক্র থেকে উৎসাহ পেয়ে রংধজন ত্রিপুরা, মতি ত্রিপুরা, পদরাম ত্রিপুরা, ওয়াসিং ত্রিপুরা গং নেতৃত্বে, লামা রাবার ইন্ডাস্ট্রিজের ১০ হাজার রাবার চারা গাছ কেটে ফেলেছে ২৭ আগষ্ট রাতে।

এই নারকীয়-বিভীষিকাময় আগ্রাসনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ স্থানীয়রা।

বাগান উদ্যােক্তরা জানান, লামা রাবারের কোটি টাকার ক্ষতি করার পাশাপাশি তারা দেশের জাতীয় সম্পদ নষ্ট করছে। আজ সবুজ পর্বতে প্রকৃতি বিপর্য এসমস্ত সন্ত্রাসীদের জন্য।

অভিযুক্ত কয়েকজনের সাথে কথা বলতে চাইলে তারা কথা বলতে নারাজ।

লামা রাবার কর্তৃপক্ষ জানান, অভিযুক্তদের নামে আগেও বেশ কয়েকটি মামলা চলমান,এবং ১০ হাজার রাবার চাড়া কাটার আরেকটি মামলা করার পক্রিয়া চলছে।

আরও পড়ুন