জাতীয় বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা রিসোর্স সেন্টারে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের মাঝে ২শ টি ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন উপজেলা সুপার ভাইজার মুহাম্মদ ইলিয়াছ রেজা।
এসময় ইসলামিক ফাউন্ডেশন কুতুবদিয়া উপজেলার মডেল কেয়ার টেকার মাওলানা শামসুল ইসলাম, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল হক,মাওলানা আজিজুল হক, মাওলানা জাকের হোসাইন, মাওলানা নুরুল ইসলাম, সাইফুল্লাহ খালেদ, মোঃ মাহমুদ উল্লাহ উপস্থিত ছিলেন।
সুপারভাইজার ইলিয়াস রেজা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, ঘুর্ণিঝড় ও জ্বলোচ্ছাস মোকাবেলায় বৃক্ষ রোপণের গুরুত্ব অপরিসীম । এ ধরনের পরিবেশ বান্ধব কাজে অংশগ্রহণ বাড়াতে আলেম উলামাদের প্রতি আহ্বান জানান।