সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কুতুবদিয়ার সন্তান রাকিবুল ইসলাম সুপারিশ প্রাপ্ত

৪১তম বিসিএস নন ক্যাডারে সহকারী রাজস্ব কর্মকর্তা (শুল্ক, আবগারি ও ভ্যাট অনুবিভাগ) এ সুপারিশ প্রাপ্ত হয়েছেন দ্বীপ উপজেলা কুতুবদিয়ার সন্তান রাকিবুল ইসলাম।

৪১তম বিসিএসের নন-ক্যাডারে ৩ হাজার ১৬৪ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নবম থেকে ১২তম গ্রেডের বিভিন্ন শূন্যপদে তারা নিয়োগ পাবেন।

বৃহস্পতিবার বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্ম-সচিব আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাকিবুল ইসলাম কুতুবদিয়া উপজেলার হাসপাতাল গেইট এলাকার ইউনিভার্সেল প্রি ক্যাডেট স্কুলের সাবেক পরিচালক ও প্রধান শিক্ষক আবু ফরিদ ও দিলুয়ারা বেগমের পুত্র।

রাকিবুল ইসলাম কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে এইচএসসি এবং টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ চট্টগ্রাম থেকে টেক্সটাইল বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। সে বর্তমানে প্রবাসী কল্যাণ ব্যাংক কক্সবাজার শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন।