কুতুবদিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিরাপদ মাছে ভরব দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় কক্সবাজারের কুতুবদিয়ায় শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩।

সোমবার (২৪ জুলাই) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মেরিন ফিশারীজ কর্মকর্তা নাজমুজ সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য কর্মসূচী বিষয়ে অবহিত করেন মেরিন ফিশারিজ কর্মকর্তা।

তিনি বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ(২৪- ৩০) জুলাই উপলক্ষে ১ম দিনে উপজেলা জুড়ে মাইকিং এর মাধ্যমে প্রচারণা। বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন দেয়া। স্টেকহোল্ডারগনের সাথে মতবিনিময় সভা করা হয়। সভায় মৎস্য সেক্টরে বাংলাদেশ সরকারের অগ্রগতি ও সফলতা নিয়ে আলোচনা করেন।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,মৎস্য চাষী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন