কুতুবদিয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত
“সবার আগে সুশাসন জনসেবায় উদ্ভাবন ” এই স্লোগানে সারাদেশের ন্যায় কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যার নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জামাল উদ্দিনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ সম্প্রসারণ কর্মকর্তা জামিউল রহমান,এতে কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) কানন সরকার, উপজেলা রিসার্চ সেন্টারের ইন্সপেক্টর আবদুর রাজ্জাক, বিআরডিবির চেয়ারম্যান সাংবাদিক লিটন কুতুবী, রুম টু রিড কর্মকর্তা মিজানুর রহমান, ফ্রেন্ডশীপ কর্মকর্তা ডেজি আকতার বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক উপস্থিত ছিলেন।