৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে শুরু হচ্ছে সাগরে মাছ ধরা
বঙ্গোপসাগরে টানা ৬৫ দিনের মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রবিবার (২২ জুলাই) মধ্যরাত অর্থাৎ সোমবার থেকে সাগরের উদ্দেশ্যে যাত্রা করবে জেলেরা। কয়েকদিনের প্রয়োজনীয় রসদ নিয়েই মাছ ধরার জন্য রওনা দেবে তারা। এরজন্য যাবতীয় প্রস্তুতি শেষ করতে দেখা গেছে কুতুবদিয়ার জেলেদের।
উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলী ঘাটে গিয়ে দেখা যায়, সারিবাঁধা হয়ে দাঁড়িয়ে আছে শতশত মাছ ধরার ট্রলার। তাছাড়া কেউ জাল গুছিয়ে নিচ্ছেন আবার কেউ ব্যস্ত বাজার সদাইয়ে।
জেলে নুর হোছাইন জানান, সাগরে মাছ ধরতে যাওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন, তিনি আশা করছেন এখন বঙ্গোপসাগরের গভীরে গিয়ে জাল ফেললেই ঝাঁকেঝাঁকে ইলিশ ধরা পড়বে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কুতুবদিয়া উপজেলায় মৎস্য আহরণ পেশায় জড়িত আছেন অন্তত ১০ হাজার জেলে। সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকায় অনেকটা কষ্টে দিনযাপন করলেও অবশেষে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় খুশি তারা। কিছুটা কষ্ট হলেও মা ইলিশ রক্ষায় সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জেলেরাও।