স্বাস্থ্য সেবার র্যাংকিংয়ে কক্সবাজার জেলায় ১ম স্থান অর্জন করেছে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সারা দেশে ২৩তম স্থান অর্জন করেছে এ হাসপাতালটি।
গত ২ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে স্বাস্থ্যসেবা মূল্যায়ন নিয়ে প্রকাশিত ফলে এ তথ্য পাওয়া যায়। অনলাইনে দেওয়া তথ্য বিশ্লেষণ করে অধিদপ্তর এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) শাখা এ মূল্যায়ন করে থাকে।
বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম বলেন, যোগদানের পর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ডাক্তার,নার্স,কর্মকর্তা,কর্মচারীদের সাথে নিয়ে দ্বীপ উপজেলা কুতুবদিয়ার মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে অনেক কিছু দৃশ্যমান। এ সাফল্য অর্জনে সকল ডাক্তার, কর্মকর্তা, কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।