পতিত জমির সদ্ব্যবহার, চন্দনাইশ থানা কম্পাউন্ডে ওসির উদ্যোগে সবজি চাষ

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ইমরান আল হোসাইন চন্দনাইশ থানা কমপাউন্ডের পতিত জমিতে বিভিন্ন পদের শাক-সবজি চাষ করে থানার দৃশ্যপট পাল্টে দিয়েছেন। যেসব জায়গায় সবজির চাষ করা হয়েছে আগে সেসব জায়গা ঝোপজঙ্গলে পরিপূর্ণ ও নোংরা ছিল। এসব জায়গায় সবজি চাষ করার কারণে থানার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।

মূল ভবনের দক্ষিণ ও পূর্ব পাশের পতিত জমির ঝোপজঙ্গল পরিষ্কার করে ওসির উদ্যোগে বিভিন্ন ধরনের শাক-সবজির আবাদ করা হয়েছে। এক সময়ের পতিত জমি ক্রমান্বয়ে সবুজে পরিপূর্ণ হয়ে উঠছে।

টমেটো, ঢেঁড়স, বোম্বাই মরিচ, দেশি কাঁচা মরিচ, বেগুন, শসার মত সবজির পাশাপাশি রোপণ করেছেন অনেকগুলো পেপে গাছ। যেগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। ফরাস শিম, লাল শাক, পুঁই শাক, ধনিয়া পাতা ও মিষ্টি কুমড়ার মত নানা রকমের শাক-সবজি চাষে পাল্টে গেছে থানা কম্পাউন্ডের দৃশ্যপট।

আরও পড়ুন