বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের উদ্যেগে ৫২ তম বিশ্ব মান দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজে দিবসকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে – মান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড.প্রকাশ কান্তি চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাস আ.স.ম জামশেদ খন্দকার, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসেন
বিএসটিআই, চট্টগ্রামের উপপরিচালক (মেট) ও অফিস প্রধান মোঃ শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন
বিএসআরএম এর ব্যবস্থাপনা পরিচালক ইমরুল কায়েস, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক, বনফুল এন্ড কোম্পানীর জিএম আমানুল্লাহ, ফুলকলির জিএম এম এ সবুর, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সাইট কোয়ালিটি কন্ট্রোলার মোঃ রাশেদুল হক সরকার, মুনস্টার পেইন্টের মোঃ আজিম উদ্দিন, ট্টগ্রাম ড্রিংকিং ওয়াটার এসোসিয়েশন সভাপতি ফয়সাল আবদুল আদনান, সিএন্ডএফ এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।
সভায় বক্তারা বলেন, পণ্যের গুণগত মান নিশ্চিতে সরকারি দায়িত্বশীল সংস্থার পাশাপাশি ব্যবসায়ীদেরকেও কমিটেড এবং আন্তরিক হতে হবে। পণ্যের গুণগত মান ঠিক না থাকলে ভোক্তারা দেশীয় পণ্যের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদনে বাংলাদেশের সুনাম রয়েছে বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন।